ISI Terrorist | পাক গুপ্তচরের পাঞ্জাব যোগ! এক নাবালক সহ পুলিশের জালে ১৩ জন সন্ত্রাসবাদী

পঞ্জাবে পর্দাফাঁস দুটি সন্ত্রাসবাদী মডিউলের। এই মডিউলগুলির সঙ্গে যুক্ত এক নাবালক সহ ১৩ জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাঞ্জাবে খোঁজ মিললো দুটি সন্ত্রাসবাদী মডিউলের। এই দু'টি জঙ্গি মডিউল ছিল বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামক খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠনের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মডিউলগুলির সঙ্গে যুক্ত এক নাবালক সহ ১৩ জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি লঞ্চারসহ আরপিজি, ২.৫ কেজি আইইডি, ডেটোনেটরসহ ২টি হ্যান্ড গ্রেনেড, রিমোট কন্ট্রোলসহ ২ কেজি আরডিএক্স, ৫টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৪৪টি তাজা কার্তুজ, ১টি ওয়্যারলেস সেট ও ৩টি গাড়ি উদ্ধার করা হয়েছে।