CNG Bus | ১২৫ কোটি ব্যয়! যাত্রী সুবিধার্থে ২০০ AC সিএনজি বাস কিনছে রাজ্য

Friday, February 7 2025, 3:50 pm
highlightKey Highlights

যাত্রী ভোগান্তি কমাতে রাস্তায় নামতে চলেছে ২০০টি এসি সিএনজি বাস। মাঝারি এবং বড় সাইজের তিন ধরনের বাতানুকূল বাস কিনবে রাজ্য। ১২৫ কোটি টাকা ব্যয়ে এই বাসগুলো কয়েক মাসের মধ্যেই নামবে রাস্তায়।


 যাত্রীদের সুবিধার্থে ২০০ টি বাতানুকূল আসছে রাজ্যে। ১২৫কোটি টাকা ব্যয়ে এই বাস কিনছে রাজ্যের অর্থদপ্তর। জানানো হয়েছে, টেন্ডার প্রক্রিয়া করে নিয়ম মেনে বাস কেনার হবে। ১২ মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে ১২০টা যার একেকটির দাম ৬৫ লক্ষ টাকা। একই মাপের ডিলাক্স বাস কেনা হবে ৫০টা যার একেকটির দাম ৭০ লক্ষ ৪০ হাজার টাকা করে। আর ৯ মিটারের মিডি বাস কেনা হবে ৩০টা যার একেকটির দাম হবে ৪২ লক্ষ টাকা করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File