Eastern Railway | গঙ্গাসাগর মেলার জন্য চলবে ১২টি ইএমইউ স্পেশাল ট্রেন! বড় ঘোষণা করলো পূর্ব রেল

Saturday, January 4 2025, 12:50 pm
highlightKey Highlights

পুণ্যার্থীদের কথা ভেবে একাধিক স্পেশাল ট্রেন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো পূর্ব রেল।


আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তার আগে পুণ্যার্থীদের কথা ভেবে একাধিক স্পেশাল ট্রেন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো পূর্ব রেল। জানানো হয়েছে, ১২টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। এই ১২টি মেলা স্পেশালের মধ্যে ৩টি ট্রেন চলবে শিয়ালদহ দক্ষিণ, ২টি ট্রেন কলকাতা স্টেশন , ৫টি নামখানা, ১ টি করে যথাক্রমে লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে চলবে। এই ট্রেনগুলি মূলত শিয়ালদহ দক্ষিণ এবং নামখানা কাকদ্বীপ অঞ্চলকে উদ্দেশ করে চালানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File