Delhi Airport | তিনমাস চলবেনা ১১৪টি বিমান! রানওয়ের আপগ্রেডেশন হবে দিল্লি এয়ারপোর্টে
Saturday, June 7 2025, 1:18 pm
Key Highlightsরানওয়ের আপগ্রেডেশনের জন্য দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোজ ১১৪টি বিমান ওঠানামা বন্ধ রাখা হবে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,জুন মাস থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের আপগ্রেডেশনের কাজ শুরু হবে। কুয়াশা ও বৃষ্টির সময় বিমান ওঠানামা যাতে কোনো সমস্যা না হয় তাই ই রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) আপগ্রেড করা হবে।এর জেরে আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত T২ টার্মিনালটি বন্ধ থাকবে। ফলে আগামী তিন মাস ১১৪টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বাকি ৮৬টি বিমানের ওঠানামার সময়েরও।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান চালক
- ভারতীয় বিমান

