Manipur | ফের উত্তপ্ত মণিপুর! CRPF শিবিরে হামলা! পাল্টা সেনার ছোড়া গুলিতে নিহত ১১ কুকি জঙ্গিগোষ্ঠীর সদস্য

Monday, November 11 2024, 2:07 pm
Manipur | ফের উত্তপ্ত মণিপুর! CRPF শিবিরে হামলা! পাল্টা সেনার ছোড়া গুলিতে নিহত ১১ কুকি জঙ্গিগোষ্ঠীর সদস্য
highlightKey Highlights

সোমবার দুপুরে জিরিবাম জেলায় হামলা হল সিআরপিএফ শিবিরে। প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালানো হয়।


মণিপুরে ফের গুলিবর্ষণ! সোমবার দুপুরে জিরিবাম জেলায় হামলা হল সিআরপিএফ শিবিরে। প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালানো হয়। তারপর কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালানো হয়। তাঁদের ছোড়া গুলিতে সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। পাল্টা সিআরপিএফ গুলি চালালে তাতে ১১ জন 'জঙ্গি' নিহত হয় বলে খবর। পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই কুকি জঙ্গিগোষ্ঠীর সদস্য। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File