Olympic Medal Tarnish Scandal | রং উঠছে অলিম্পিক পদক থেকে ! ক্ষোভে মেডেল ফেরত ১০৭ খেলোয়াড়ের

অস্বস্তির মুখে প্যারিস অলিম্পিক কমিটি। পদক ফেরত পাঠিয়ে দিচ্ছেন খেলোয়াড়রা। অলিম্পিকের কয়েকদিন পর থেকেই নাকি পদকের বেহাল দশা। রঙ উঠছে। মরচে পড়ছে, কালো ছোপ পড়ছে।
কয়েকমাস আগেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স। বছর ঘুরতে না ঘুরতেই অস্বস্তিতে পড়লো প্যারিস অলিম্পিক কমিটি। সূত্রের খবর, অলিম্পিকের কয়েকদিন পর থেকেই নাকি পদকগুলির বেহাল দশা। রং উঠছে, মরচে ধরছে, কালো ছোপ পড়ছে। ক্ষুদ্ধ খেলোয়াড়রা। এখনও অবধি ১০৭জন খেলোয়াড় অলিম্পিক কমিটির কাছে পদক ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতের খেলোয়াড় মনু ভাকেরও। নতুন পদক দেওয়া হবে তাঁদের। ফ্রান্সের মিডিয়ার দাবি, মেডেলে নিম্নমানের ধাতু ব্যবহৃত হয়েছে। এই কেলেঙ্কারিতে অলিম্পিকের গর্ব ক্ষুন্ন হচ্ছে।