RBI | ধনতেরাসে 'লক্ষ্মীলাভ' ভারতের! RBIর উদ্যোগে ১০২ টন সোনা দেশে ফিরে এল লন্ডনের ভল্ট থেকে
Wednesday, October 30 2024, 4:17 pm
Key Highlights
রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে লন্ডনের ভল্ট থেকে ভারতে ফিরে এলো ১০২ টন সোনা.
রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে লন্ডনের ভল্ট থেকে ভারতে ফিরে এলো ১০২ টন সোনা। এই বিপুল পরিমাণ সোনা এতদিন জমানো ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ‘নিরাপদ’ সিন্দুকে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন। প্রসঙ্গত, নিরাপত্তার খাতিরে একটা সময় এর বেশিরভাগই রাখা হত বিদেশে। কিন্তু ইদানিং বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ায় দেশের মাটিতেই এই বিপুল সম্পদ গচ্ছিত রাখাটাকে নিরাপদ মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।