Indian Railway | তৈরী হবে ১০০০০ নতুন জেনারেল কোচ! যাত্রী সুরক্ষার প্রশ্ন উঠতেই বড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
Thursday, August 1 2024, 3:04 pm
Key Highlightsবৃহস্পতিবার লোকসভায় তিনি জানিয়েছেন মেইল ও এক্সপ্রেস ট্রেনে এবার থেকে বাড়ছে জেনারেল কোচের সংখ্যা।
বিগত কয়েক মাস ধরে পর পর রেল দুর্ঘটনার সাক্ষী থাকছে ভারত। ফলে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার লোকসভায় তিনি জানিয়েছেন মেইল ও এক্সপ্রেস ট্রেনে এবার থেকে বাড়ছে জেনারেল কোচের সংখ্যা।আগামী কয়েক মাসের মধ্যে নতুন ২৫০০ জেনারেল কোচ তৈরি হবে। সব মেল ও এক্সপ্রেস ট্রেনে ন্যুনতম চারটি করে জেনারেল কোচ থাকবে। এছাড়াও পরবর্তী সময়ের জন্য ১০০০০ জেনারেল কোচ তৈরি করা হবে।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেলমন্ত্রী
- অশ্বিনী বৈষ্ণব

