খেলাধুলা

Chinnaswamy Stadium | লক্ষাধিক জনতা সামলাতে মতায়েন মাত্র ৫ হাজার পুলিশ! RCB-র বিজয় উৎসবে মৃত্যু কমপক্ষে ১০-১২ জনের!

Chinnaswamy Stadium | লক্ষাধিক জনতা সামলাতে মতায়েন মাত্র ৫ হাজার পুলিশ! RCB-র বিজয় উৎসবে মৃত্যু কমপক্ষে ১০-১২ জনের!
Key Highlights

একবার IPL ২০২৫ জয়ী বিরাটদের দেখতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন অসংখ্য RCB ভক্তরা। কিন্তু ভিড় সামাল দিতে না পারায় পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১০ থেকে ১২ জনের!

একবার IPL ২০২৫ জয়ী বিরাটদের দেখতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন অসংখ্য RCB ভক্তরা। কিন্তু ভিড় সামাল দিতে না পারায় পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১০ থেকে ১২ জনের! আহত প্রায় আরও ১০জন। জানা গিয়েছে, বিজয় উৎসবের আগে স্টেডিয়াম চত্বরে ৫ হাজার পুলিশ মোতায়েন ছিল। এরপ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, “সব ইয়ং ছেলেমেয়ে। তাদের উপরে আমরা লাঠিচার্জ করতে পারি না।”এখন প্রশ্ন উঠছে লক্ষাধিক জনতাকে সামলাতে কেন মোতায়েন হয় মাত্র ৫ হাজার পুলিশ?