প্রতিরক্ষাএপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৭-৮ টি রাফাল ও সেগুলির ট্রেনার ভার্সন পৌঁছানোর সম্ভাবনা ভারতে
ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়েছে যুদ্ধবিমান রাফাল। চিনের ওপর নজর রাখতে রাফাল ব্যবহার করছে ভারত। এরইমধ্যে ভারতীয় বায়ুসেনার অস্ত্রসম্ভারে খুব শীঘ্রই অন্তর্ভূক্ত হতে চলেছে আরও ১০ টি রাফাল যুদ্ধবিমান। সরকারি সূত্রের খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই আরও তিনটি রাফাল যুদ্ধবিমান ভারতে পৌঁছবে। সরকারি সূত্রে খবর, এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষেই ৭-৮ টি রাফাল ও সেগুলির ট্রেনার ভার্সন ভারতে পৌঁছতে পারে। এই দশটি যুদ্ধবিমান এলে ভারতীয় বায়ুসেনার সম্ভারে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে যাবে। এখনও পর্যন্ত ১১ টি রাফাল ভারতে রয়েছে এবং আরও ১০ টি এলে এই যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে হবে ২১।