Train Cancelled | কালীপুজোর আগে খড়্গপুর ডিভিশনে আরও ১০টি ট্রেন বাতিল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
Thursday, October 9 2025, 2:57 am

উৎসবের মরশুমে খড়্গপুর ডিভিশনে আরও ১০টি ট্রেন বাতিল হচ্ছে বলে ঘোষণা করা হলো।
সামনেই কালীপুজো। রেল জানিয়েছিল, ২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে হাওড়া টু খড়্গপুর লাইনে ১১৯টি টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বুধবার খড়গপুর ডিভিশন জানিয়েছে,৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনগুলি হলো: চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮), খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪), খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮), খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬)।
- Related topics -
- রাজ্য
- ভারতীয় রেল
- দক্ষিণ পূর্ব রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেলওয়ে অফিসার
- রেলভবন
- উত্তর পূর্ব রেলওয়ে
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- পুজো স্পেশাল রেল
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন
- ট্রেন বাতিল
- ২০০ লোকাল ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- খড়গপুর
- হাওড়া
- হাওড়া স্টেশন