ISL East Bengal vs Odisha FC । জয়ের ধারা ভাঙল ইস্টবেঙ্গল, আইএসএলে ওড়িশার বিরুদ্ধে ২:১ গোলে হার অস্কার ব্রুজোর দলের

আইএসএলে টানা দু ম্যাচ জয়। ইস্টবেঙ্গলের দুর্দান্ত অনুভূতি দীর্ঘস্থায়ী হল না। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২:১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল ওড়িশা।
আইএসএলে টানা দু ম্যাচ জয়ের পর হঠাৎ হারলো ইস্টবেঙ্গল। এর জন্যে দায়ী করা হচ্ছে প্লেয়ারদের চোটকেই। আজ ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলো মাদিহ তালাল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২:১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল ওড়িশা। এদিন রেফারির লালকার্ডের জেরে ম্যাচের ৪৩ মিনিটেই দশজনে পরিণত হয় ইস্টবেঙ্গল। ম্যাচের ৫৩ মিনিটে চুননুঙ্গার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে দুমিনিটের মধ্যেই সমতা ফেরায় ওড়িশা। লাল কার্ড দেখানোয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রেফারি জিকসনও ।