আন্তর্জাতিক

Nigeria । ক্রিসমাস উপলক্ষ্যে গির্জায় বিলি হচ্ছিল চাল, ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ১০ জনের, আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে

Nigeria । ক্রিসমাস উপলক্ষ্যে গির্জায় বিলি হচ্ছিল চাল, ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ১০ জনের, আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে
Key Highlights

বড়দিনের প্রাক্কালে শনিবার নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ওকিজায় চাল বিতরণ কেন্দ্রের বাইরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো একাধিক মানুষের।

বড়দিনের প্রাক্কালে শনিবার নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ওকিজায় চাল বিতরণ কেন্দ্রের বাইরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো একাধিক মানুষের। ওই একই দিনে নাইজেরিয়ার রাজধানী আবুজার মাইতামা জেলার হলি ট্রিনিটি ক্যাথলিক চার্চের দুর্বল ও বয়স্কদের জন্যে খাবার বিতরনের কথা ছিল। খাবার বিতরণের সময় চার্চের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে ১০ জনের। নিহতদের মধ্যে রয়েছে চার শিশুও। আহত আরো ৮। যথাযথ পরিকাঠামোর অভাবে ক্রিসমাসের আগে ক্রমবর্ধমান এই মৃত্যু চিন্তা বাড়াচ্ছে নাইজেরিয়া প্রেসিডেন্টের।