Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!

শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ।
রেল যাত্রীদের জন্য খুশির খবর। শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। বনগাঁ, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বারাসত লাইনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আপাতত ১০টি ট্রেন বাড়ানো হচ্ছে বলে খবর। বিধাননগর স্টেশন থেকে কল্যাণী স্টেশনের জন্য ২টি লোকাল ট্রেন, ডায়মন্ড হারবার এবং বারাসত বসিরহাট শাখায় আরও ৫টি ইএমইউ স্পেশাল ট্রেন, সোনারপুর ডায়মন্ড হারবার রুটে স্পেশাল ট্রেন, ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে স্পেশাল ট্রেন চালু করা হবে।