রাতের শহরে লরির ধাক্কায় মৃত বিমানসেবিকা, জখম হাওড়ার সঙ্গী যুবক।
Wednesday, December 16 2020, 7:48 am

হেস্টিংসে লরির ধাক্কায় মঙ্গলবার রাতে মৃত্যু হল বিমানসেবিকার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বন্ধু। মঙ্গলবার রাতে বান্ধবী ঋত্বিকা মজুমদারকে নিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন হাওড়ার বাসিন্দা দেবাদিত্য সেন। হেস্টিংসের কাছে পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা ঋত্বিকাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরির খোঁজে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, দ্রুতগতিতে যাচ্ছিল স্কুটিটি। লরির ধাক্কায় স্কুটির চাকা পিছলে যায়।
- Related topics -
- রাজ্য
- হাওড়া জেলা
- এক্সিডেন্ট
- মৃত্যু