Operation Sindoor | '১টি সীমান্ত, ৩টি প্রতিপক্ষ'! পাকিস্তানকে অস্ত্র দিয়েছিলো চিন! বিস্ফোরক দাবি লেফটেন্যান্ট জেনারেলের!

Friday, July 4 2025, 1:06 pm
highlightKey Highlights

অপারেশন সিঁদুরে একসঙ্গে ৩ শত্রুর মোকাবিলা! "একটি সীমান্ত, দুটি প্রতিপক্ষ; পাকিস্তান ছিল মুখ, আর অস্ত্র দিয়ে সাহায্য করেছিল চিন ও তুরস্ক।" বিস্ফোরক দাবি লেফটেন্যান্ট জেনারেলের!


'এক সীমান্ত, তিন শত্রু'! অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।দিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে জেনারেল রাহুল বলেন, 'ওই সংঘাতে ভারত একসঙ্গে তিনটি প্রতিপক্ষের মোকাবিলা করেছিল। আমাদের সামনে একটা সীমানা ছিল। প্রতিপক্ষ ছিল তিন জন। পাকিস্তানের ৮১ শতাংশ মিলিটারি হার্ডওয়্যার চিন থেকে আসে। চিন তার অস্ত্রগুলো পাকিস্তানের মাধ্যমে কার্যত পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। যেন ‘লাইভ ল্যাব’ হাতে পেয়েছে তারা।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File