Digital Arrest | ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে বন্ধ ১ হাজার ৭০০ Skype ও ৫৯ হাজার WhatsApp অ্যাকাউন্ট
ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে বড় পদক্ষেপ নিলো ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।
দেশে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল অ্যারেস্ট। এবার এই প্রতারণা রুখতে বড় পদক্ষেপ নিলো ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। দেশজুড়ে ‘সন্দেহজনক’ ১ হাজার ৭০০ স্কাইপ আইডি ও ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলেই খবর। উল্লেখ্য, গত ১০ মাসে এই প্রতারণার শিকার হয়ে ২,১৪০ কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। থাইল্যান্ড, হংকং, লাওসের মতো একাধিক দেশ থেকে ভারতের মাটিতে চলছে এই ডিজিটাল প্রতারণা। ইতিমধ্যেই এই মামলার তদন্তে নেমে প্রায় ১৫৯ কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি।
- Related topics -
- দেশ
- ভারত
- ক্রাইম
- প্রতারণা
- সাইবার ক্রাইম
- সাইবার হানা
- হোয়াটস্যাপ