আবহাওয়া

West Bengal Weather | বঙ্গোপসাগরে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত! চলতি সপ্তাহেই ২০র নিচে নামবে কলকাতা-সহ একাধিক জেলার তাপমাত্রা!

West Bengal Weather | বঙ্গোপসাগরে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত! চলতি সপ্তাহেই ২০র নিচে নামবে কলকাতা-সহ একাধিক জেলার তাপমাত্রা!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থান করেছে দুটি ঘূর্ণাবর্ত। তবে এদের প্রভাব পড়বে না বঙ্গে। শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। ক্রমশ কমবে তাপমাত্রার পারদ।

ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমছিল বঙ্গে। তবে দিন কয়েক আগের বৃষ্টির জেরে এক ধাক্কাতেই কমেছে তাপমাত্রা। বর্তমানে বেশ শীত শীত ভাব দক্ষিণবঙ্গে। এরই মধ্যে ফের দু'টি ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টির পূর্বাভাস দিলো মৌসম ভবন। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)  মঙ্গলবার বাংলার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এক ধাক্কায় কমত্যে পারে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রাও। কেমন থাকবে জগদ্ধাত্রী পূজা ২০২৩ (Jagdhatri Puja 2023) এর সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)?

ঘূর্ণাবর্তের অবস্থান :

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে বর্তমানে দু'টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসগারে। ওপর দিকে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে সেটি অবস্থান করছে। গতকাল সেটি ছিল দক্ষিণ বঙ্গোপসাগরে কোরোমিন অঞ্চলে। তবে এই জোড়া ঘূর্ণাবর্তর কোনওটি আগামী কয়েকদিনে নিম্নচাপে পরিণত হবে বলে কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। তবে এই আবহে ভারী বৃষ্টি হতে চলেছে আগামী এক সপ্তাহ। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে রামনাথপুরম জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও আরও ৮টি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। 

উত্তরবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, মঙ্গলবার ভিজতে পারে দুই পার্বত্য জেলা - দার্জিলিং এবং কালিম্পং। তবে সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) পরে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। পুরুলিয়াবাসীরাও ঠান্ডার আমেজে গা ভাসিয়েছে। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরে ধীরে  ধীরে আরও কমবে তাপমাত্রার পারদ। মেঘলা আকাশ সরে যেতেই শীতের দাপট বাড়ছে জেলার সর্বত্র। ‌

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

দুর্গাপুজো কাটতেই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ তৈরী হয়েছে দক্ষিণবঙ্গে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। দিন কয়েক আগে বৃষ্টির জেরে আরও তাপমাত্রা কমেছে। ফলে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের জেরে আবারও বৃষ্টি পরে তাপমাত্রা কমবে কি না তা প্রশ্ন অনেকেরই। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অর্থাৎ শুষ্ক আবহেই জগদ্ধাত্রী পূজা ২০২৩ (Jagdhatri Puja 2023) কাটাবে দক্ষিণবঙ্গবাসী।

তবে ক্রমশ কমবে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। কলকাতা সহ শহরতলির আশেপাশের এলাকাগুলিতে তাপমাত্রার পারদ কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। আগামী কয়েকদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা এক ধাক্কায় ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী এক সপ্তাহ কলকাতার সর্বোচ্চ পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পরে ২২সে নভেম্বর তা ২০ ডিগ্রিতে নামতে পারে এবং ২৪ সে নভেম্বর তা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)র খবর। 

 যদিও দক্ষিণবঙ্গে মেঘ কেটে যাওয়ায় দিনের বেলা কিছুটা উষ্ণ। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি পরিবেশ তৈরী হয়েছে। তবে সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। গত সপ্তাহে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলেছিল, এই সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, তেমন সম্ভাবনা বড় একটা নেই। বরং শীতের আমেজই ধীরে ধীরে ঘিরে ধরবে বাংলাকে। মহানগরেও ঠান্ডার অনুভূতি হবে। শুক্রবার থেকে পারদ  আরও নেমে কুড়ি ডিগ্রির নিচে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


Kolkata Metro | আর ৫টাকা নয়, মেট্রোতে উঠলেই নূন্যতম ভাড়া পড়বে ১৫টাকা! কোন রুটে, কবে থেকে লাগু হবে নিয়ম?
Mamata on Bangladesh | বাংলাদেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতার
CV Anand Bose । সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করবেন ৬ বিধায়ক, খোদা রাজ্যপাল পড়াবেন নিয়মের পাঠ
Mohun Bagan vs Chennaiyin Fc । সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল চেন্নাইন‌‌ এফসি, কামিন্সের দুর্দান্ত গোলে জয় পেলো মোহনবাগান
Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল
IPL Auction 2025 Live | অজি পেসার স্পেনসার জনসনকে ২.৮ কোটি টাকায় কিনলো KKR!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay