আন্তর্জাতিকনতুন যুগের সূচনা ফিদেল কাস্ত্রোর দেশে, সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি গির্জার।
কিউবার একটি গির্জা সম্প্রতি তাদের দরজা খুলে দিল সমলিঙ্গ বিবাহের জন্য। ফিদেল কাস্ত্রো কিউবার নেতৃত্বে থাকাকালীন, শুরুর দিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল ধর্মচর্চা। তবে ১৯৯২ সালে সেই সংবিধানে খানিক বদল আনা হয়। সাধারণকে দেওয়া হয় ধর্মীয় স্বাধীনতা। তারপর থেকে ক্যাথলিক গির্জা কিউবার সমাজ এবং শাসন ব্যবস্থার মধ্যে হয়ে ওঠে অন্যতম সেতু। কিন্তু ভ্যাটিকানের মতোই কিউবার ক্যাথলিক গির্জাগুলিতে সমকামিতাকে ‘পাপ’ বলেই মনে করা হত এতদিন। বিগত ভ্যাটিকান-ধর্মযাজকদের থেকে পোপ ফ্রান্সিস অনেকটাই মুক্তমনা হলেও, তার ছাপ সেইভাবে পড়েনি কিউবা-সহ পৃথিবীর অন্যান্য রক্ষণশীল মানসিকতার গির্জাগুলিতে।