এসটিডি রুখতে নতুন কন্ডোমে সরকারি স্বীকৃতি প্রদান এফডিএ-র
এসটিডি রুখতে ভ্যাজাইনাল সেক্সের পাশাপাশি অ্যানাল সেক্সে জন্য কন্ডোম অনুমোদন করল মার্কিন এফডিএ।
বিগত কয়েক বছর ধরে এসটিডি (Sexually Transmitted Disease)-এর সমস্যা বেড়েই চলেছে। তবে সুরক্ষিত যৌন মিলনের জন্য বেশিরভাগ মানুষই কন্ডোম ব্যবহার করেন। তবে এটি হল ভ্যাজাইনাল কন্ডোম। এই ভ্যাজাইনাল কন্ডোম মানুষকে বহু রোগ থেকে দিয়েছে সুরক্ষা। এমনকী এইডস-এর মতো ঘাতক রোগের সঙ্গে লড়াই করার ক্ষেত্রেও প্রথম সারিতেই ছিল এই কন্ডোম। আর শুধু এইডস নয়, অবাঞ্ছিত প্রেগন্যান্সির হাত থেকেও মানুষকে বাঁচিয়েছে কন্ডোম। তাই কন্ডোম মোটের উপর এখন সকলেই ব্যবহার করেন।
বহুদিন ধরে গবেষণা চালানোর পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের মধ্যে এসটিডি ছড়ানোর আরেকটি কারণ হল 'অ্যানাল সেক্স'। ভ্যাজাইনাল সেক্সের মতোন অ্যানাল সেক্সে সুরক্ষা (Protection) না নিলে শরীরে বাসা বাধতে পারে নানা ঘতক রোগ। এক্ষেত্রে এইচপিভি (HPV) থেকে শুরু করে এইচআইভি-এর (HIV) মতো সমস্যাও হতে পারে। তাই অ্যানাল সেক্সের সময়ও ব্যবহার করতে হবে কন্ডোম (Condom)। তখন আর সমস্যা থেকে দূরে থাকা যায় না।
এই ধরনের যৌন মিলনের (Sex) কথা মাথায় রেখে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর (FDA) একটি কন্ডোমের অনুমোদন দিয়েছেন। এফডিএ অ্যানাল সেক্সের সময় যে কন্ডোমের ছাড়পত্র দিয়েছে, সেটি মেল কন্ডোম অর্থাৎ ছেলেদের ব্যবহারের জন্য। এই কন্ডোমটি তৈরি করছে ম্যাসুচেটসের গ্লোবাল প্রোটেকশন হাব।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- চিকিৎসক
- আমেরিকা