BENGALBYTE.IN
বর্তমানে টলিউডে নায়ক হিসাবে কেরিয়ার তৈরি করলেও একসময় হিন্দি টেলিভিশনে বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছিলেন
স্টার জলসায় সম্প্রচারিত সিরিয়াল 'বোঝে না সে বোঝে না'-র মাধ্যমে বাংলা টেলিভিশনে ডেবিউ করেছিলেন যশ
বিনয় সাপ্রু (Vinay Sapru) ও রাধিকা রাও (Radhika Rao)-এর যৌথ পরিচালনায় নির্মিত ফিল্ম 'ইয়ারিয়াঁ 2'-র মাধ্যমে বলিউড ডেবিউ ঘটতে চলেছে যশের।
যশের বিপরীতে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার। যশ ও দিব্যা ছাড়াও 'ইয়ারিয়াঁ 2'-তে অভিনয় করছেন পার্ল ভি.পুরি, প্রিয়া প্রকাশ ভেরিয়ার , লিলেট দুবে , মিজান জাফরি প্রমুখ।
যশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'ইয়ারিয়াঁ 2'-এর অ্যানিমেটেড মোশন পোস্টার শেয়ার করেছেন
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑