'ডাবল XL' সিনেমাটি কী দর্শকদের মন জয় করতে পারবে?

BENGALBYTE.IN

‘ডাবল এক্সএল'

নভেম্বর মাসের ৪ তারিখে বলিউড জগতে মুক্তি পতে চলেছে সাতরাম রামানি পরিচালিত ‘ডাবল এক্সএল'

মুখ্য ভূমিকা

সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি ও আরও অনেকে।

সিনেমাটি স্বাস্থ্যবতী মহিলাদেরকে কেন্দ্র করে

নাম দেখে বুঝতেই পারা যাচ্ছে স্বাস্থ্যবতী মহিলাদেরকে কেন্দ্র করেই এই সিনেমাটি তৈরি করা হয়েছে।

অন্যতম আকর্ষণ

ক্রিকেটার শিখর ধাওয়ানকে এই সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখতে পাওয়া যাবে।

মুখ্য ভূমিকার দুই অভিনেত্রী

সিনেমার মুখ্য ভূমিকার দুই অভিনেত্রী। যাদের মধ্যে একজন হতে চান ক্রীড়া সাংবাদিক ও অপরজন হতে চান ফ্যাশন ডিজাইনার। সিনেমাটির ট্রেলার দ্বারা পরিচালক বোঝাতে চেয়েছে, যারা স্বাস্থ্যবতী হন তাদেরও স্বপ্নেরও দাম আছে

More Amazing Contents, Swipe Up ↑