হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন টম ক্রুজ

BENGALBYTE.IN

স্টান্টম্যান ছাড়াই কঠিন দৃশ্যের শুটিং

সিনেমার শুটিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ শট দিতেও দ্বিধা করেন না হলিউড অভিনেতা টম ক্রুজ। স্টান্টম্যান ছাড়াই নিজের সিনেমার কঠিন কঠিন দৃশ্যের শুটিং করেন।

সিনেমার শুটিংয়ে এবার মহাকাশে

শুটিং করতে মহাকাশে যাচ্ছেন ‘টপ গান’খ্যাত এই তারকা।

নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন টম ক্রুজ।

নির্মাতা ডগ লিম্যানের সঙ্গে নতুন সিনেমাটির বেশির ভাগ অংশ পৃথিবীতে হলেও কিছু দৃশ্যের শুটিং হবে মহাকাশে।

মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন টম

মহাকাশে শুটিংয়ের জন্য অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্ম এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথা বলে সব ধরনের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন টম ক্রুজ।

সিনেমাটির নির্মাতা ইউনিভার্সাল স্টুডিও

সিনেমাটি নির্মাণ করছে ইউনিভার্সাল স্টুডিও। এই স্টুডিওর চেয়ারম্যান ডোনা ল্যাংলি।

More Amazing Contents, Swipe Up ↑