মা হওয়ার জন্য প্রিয়াঙ্কা এই পথ অবলম্বন করলেন কেন?

BENGALBYTE.IN

এক বছর হল মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।

সারোগেসি বা অন্যের গর্ভ ভাড়া নিয়ে প্রথম সন্তান নেন তাঁরা। কেন এই পথে বেছে নিয়েছিলেন সে কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা নিজেই

২০২২ সালের জানুয়ারি মাসে মা হন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া

সন্তানের বাবা নিক জোনাস।

বিতর্ক ছিল তুঙ্গে

সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাঁদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। তার পর কম বিতর্ক হয়নি। কেউ কেউ মন্তব্য করেন, সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার থেকে মা না হওয়া অনেক ভাল

প্রিয়াঙ্কা ভাঙ্গলেন তার নীরবতা

সত্যি কেন সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়ঙ্কা?এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের এক বছর পর ভাঙলেন নীরবতা।

প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

তিনি বলেন, “আমার অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। আমি ভাগ্যবতী যে, আমার ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার । যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তাঁর কাছে আমি কৃতজ্ঞ। আমাদের জীবনের সবচেয়ে অমূল্য ধনকে সযত্নে রাখার জন্য।”

More Amazing Contents, Swipe Up ↑