কেন মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙে মমতার?

BENGALBYTE.IN

আবারও একফ্রেমে

৪৭ বছর পর ফের একসঙ্গে মিঠুন এবং মমতা শঙ্কর।

প্রযোজক-অভিনেতা দেবের আসন্ন ছবি

‘প্রজাপতি’তে আবারও একফ্রেমে দেখা যাবে মৃণাল সেনের ‘মৃগয়া’ জুটিকে।

শ্যুটিং চলাকালীন বিয়ের তারিখ পাকা হয়

‘মৃগয়া’ ছবির শ্যুটিংয়ের সময় বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল মিঠুন আর মমতার শঙ্করের!

মিঠুনের সঙ্গে হয়নি মমতার বিয়ে

শেষপর্যন্ত মিঠুন নয়, নিজের জীবনসঙ্গী হিসাবে চন্দ্রোদয়কে বেছে নেন মমতা। তবে সেই নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর।

অভিনেত্রীর কথায়:

‘মিঠুনের সঙ্গে বিয়েটা না হয়ে ভালোই হয়েছে’। মিঠুনকে বিয়ে করে নিজের স্বপ্নগুলো জলাঞ্জলি দিতে পারতেন না তিনি।

স্বাধীনচেতা, কেরিয়ারমুখী মমতা শঙ্করের কথায়:

‘মিঠুন খুবই ভাল। কিন্তু আমার নাচ, আমার ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত। ও সেটা পছন্দ করত না।’ আফসোসের সুরে তাঁর সংযোজন, বাড়ির বউ ঘরে থাকবে এই ধারণায় বিশ্বাসী মিঠুন। যোগিতা বালি-কেও নিজের কেরিয়ার বিসর্জন দিতে হয়েছে মিঠুনকে বিয়ে করে

More Amazing Contents, Swipe Up ↑