BENGALBYTE.IN
শাহনাওয়াজের সঙ্গে নিকাহ সারলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা
সব্বাইকে অবাক করে দিয়ে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
লাল শাড়ি, মাথায় ওড়না, মেহেন্দি রাঙানো হাতে শাঁখা পলা আর কলিরেঁ দিয়ে নববধূর সাজে ভাইরাল হয় দেবলীনার ছবি।
বিশাল সিং এবং ভাবিনী পুরোহিতের মতো অভিনেত্রীর বন্ধুবান্ধবরা এসেছিলেন বিয়েতে। এছাড়া দুজনের পরিবারের সদস্যরা তো ছিলেনই।
‘সোনু’ ওরফে স্বামী শাহনাওয়াজের সঙ্গে বেশ ফিল্মি ঢংয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑