আজ গুরু তেগ বাহাদুর বলিদান দিবস।

BENGALBYTE.IN

শিখদের নবম গুরু

শিখদের প্রথম গুরু‚ গুরু নানকের শিক্ষা অনুসরণ কারী গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু।

শৈশবে তাঁর নাম ছিলো ত্যাগমাল

মাত্র ১৪ বছর বয়সেই তিনি বাবার সাথে মোগলদের বিরুদ্ধে যুদ্ধে নিজের সাহস প্রদর্শন করেন। গুরু তেগ বাহাদুরের বাবা তাঁর সাহসিকতা দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি ত্যাগমল নাম পালটে তেগ বাহাদুর রাখেন।

গুরু তেগ বাহাদুর ছিলেন গুরু হরগোবিন্দের পঞ্চম পুত্র

গুরু হরগোবিন্দ ছিলেন শিখ ধর্মের ষষ্ঠ গুরু।

অষ্টম গুরু হরকিষেন তাঁর উত্তরাধিকারী হিসাবে তেগ বাহাদুর এর নাম ঘোষণা করেন

অষ্টম গুরু হরকিষেন রায়ের আকস্মিক প্রয়াণের পরে ধৈর্য ও ত্যাগের প্রতিমূর্তি তেগ বাহাদুরকে জনগণের দাবি মেনে নবম গুরুর পদ প্রদান করা হয় ।

গুরু তেগ বাহাদুর কাশ্মীরি পণ্ডিতদের জোর করে ইসলামে ধর্মান্তরিত করানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় ১৬৭৫ সালে মুঘল শাসক আওরঙ্গজেব প্রকাশ্যে তাঁর শিরশ্ছেদ করেন।

চাঁদনী চৌক, দিল্লি, ২৪ নভেম্বর ১৬৭৫ প্রকাশ্যে তেগ বাহাদুরের শিরশ্ছেদ হয়!

যেখানে গুরুজী শহীদ হয়েছিলেন সেই শিষগঞ্জ এবং রাকবগঞ্জ গুরুদ্বার তাঁরই স্মৃতিতে নির্মিত হয়েছে।

More Amazing Contents, Swipe Up ↑