BENGALBYTE.IN
বহু জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সঙ্কটজনক অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে।
বলিউডে পা রাখার সময়ে খুব জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বিক্রম গোখলে। সে সময়ে অমিতাভ বচ্চন তাঁর দেবদূত হয়ে এসেছিলেন।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রম।
দিল সে, ভুল ভুলাইয়া, দে দনা দন, হিচকি, নিকম্মা, মিশন মঙ্গল এর মতো একাধিক ছবিতে দেখা গিয়েছিল তাঁকে, তাছাড়াও টিভির পর্দায় কিছু সিরিয়ালেও কাজ করেছেন তিনি।
হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৮২ বছর বয়স হয়েছিল তাঁর।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑