পর্দার ‘বাহুবলী’র বাস্তবের ‘দেবসেনা’ কে?

BENGALBYTE.IN

‘এলিজিবল ব্যাচেলর’

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবথেকে ‘এলিজিবল ব্যাচেলর’ নিঃসন্দেহে প্রভাস

সুদূর দক্ষিণে বাজছে বিয়ের সানাই

পর্দার ‘বাহুবলী’র বাস্তবের ‘দেবসেনা’ কে, তা নিয়ে জল্পনা কল্পনা কম নেই।

সম্প্রতি প্রভাসকে একটি OTT শো তে জিজ্ঞাসা করা হয় যে তিনি কবে বিয়ে করছেন?

অম্লান বদনে বাহুবলীর জবাব, তিনি সলমন খানের পরেই বিয়ে করবেন।

সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই ছড়িয়ে পড়েছে কৃতি ও প্রভাসের প্রেমের জল্পনা

আদিপুরুষ এর শুটিংয়ের সময়েই একে অপরের কাছাকাছি আসেন তারা

বরুনও সম্প্রতি কৃতির সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

ভেড়িয়া ছবির প্রচারে ‘ঝলক দিখলা যা’ শো-তে এলে, বরুন কে করন জোহর প্রশ্ন করেন, ইন্ডাস্ট্রির সিঙ্গল নায়িকার নাম বলতে। উত্তরে বরুন বলেন, কৃতির নাম নেই কারণ সে নাম অন‍্য কারও হৃদয়ে আছে যে দীপিকার সঙ্গে শুটিং করছেন।

খুব শীঘ্রই নাকি বাগদানও সেরে ফেলবেন বাহুবলী প্রভাস

যদিও এ নিয়ে কোনো কথা প্রকাশ করেন নি কৃতি বা প্রভাসের মধ্যে কেউই। কিন্তু তাদের কাছাকাছি আসা নিয়ে জল্পনা কল্পনা ক্রমে বেড়েই চলেছে।

More Amazing Contents, Swipe Up ↑