BENGALBYTE.IN
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবথেকে ‘এলিজিবল ব্যাচেলর’ নিঃসন্দেহে প্রভাস
পর্দার ‘বাহুবলী’র বাস্তবের ‘দেবসেনা’ কে, তা নিয়ে জল্পনা কল্পনা কম নেই।
অম্লান বদনে বাহুবলীর জবাব, তিনি সলমন খানের পরেই বিয়ে করবেন।
আদিপুরুষ এর শুটিংয়ের সময়েই একে অপরের কাছাকাছি আসেন তারা
ভেড়িয়া ছবির প্রচারে ‘ঝলক দিখলা যা’ শো-তে এলে, বরুন কে করন জোহর প্রশ্ন করেন, ইন্ডাস্ট্রির সিঙ্গল নায়িকার নাম বলতে। উত্তরে বরুন বলেন, কৃতির নাম নেই কারণ সে নাম অন্য কারও হৃদয়ে আছে যে দীপিকার সঙ্গে শুটিং করছেন।
যদিও এ নিয়ে কোনো কথা প্রকাশ করেন নি কৃতি বা প্রভাসের মধ্যে কেউই। কিন্তু তাদের কাছাকাছি আসা নিয়ে জল্পনা কল্পনা ক্রমে বেড়েই চলেছে।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑