বিগ বসের ঘরে ভূতের ভর রাখির উপর!

BENGALBYTE.IN

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) মানেই এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট:

ক‍্যামেরার সামনে অদ্ভূত কাজকর্ম করতেও পিছপা হন না রাখি

বিগ বস তাঁর আগমনে টিআরপির শীর্ষস্থান ছোঁয়:

তাই তো বারে বারে রাখি বিগ বসে আসেন ওয়াইল্ড কার্ড এনট্রি হয়ে।

চ‍্যালেঞ্জার হিসাবে শোতে এনট্রি

এবারে আর হিন্দি নয়, বরং মরাঠি বিগ বসে পা রেখেছেন রাখি।

বিগ বসে একাধিক বার এসেছেন রাখি।

কিন্তু কোনোবারই বিগ বস জিততে পারেননি তিনি।

হিন্দি বিগবসের এই সিজনে দেখা যায় নি ড্রামা কুইন কে।

সিজন ১৬ তেও হিন্দি বিগ বসে আসার ইচ্ছা ছিল রাখির। কিন্তু তার বদলে মরাঠিতে অংশ নিতে হয় তাঁকে।

সম্প্রতি চন্দ্রমুখী সেজে মরাঠি বিগ বসের ঘরের প্রতিযোগীদের ভয় দেখান রাখি।

লাল লেহেঙ্গা চোলি, কপালে ঘেঁটে যাওয়া লাল টিপ, লেপটে যাওয়া কাজল, লিপস্টিক আর এলোমেলো গয়না, ঝাঁকড়া চুল নিয়ে চন্দ্রমুখী সেজে মেকআপ লেপটে বিগ বসে তাণ্ডব করে বেরিয়েছেন রাখি।

More Amazing Contents, Swipe Up ↑