ভারতের যে রাজ্য কোনও রেল স্টেশন নেই !

BENGALBYTE.IN

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক।

দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত ভারতীয় রেল।

কোটি কোটি মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম রেল পরিষেবা

কিন্তু দেশে এমন এক রাজ্য রয়েছে যেখানে কোনও রেল স্টেশন নেই।

রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না।

ভারতীয় গণ পরিবহনের সবথেকে বড় মাধ্যম হল রেল।

সিকিম হল একমাত্র উত্তর-পূর্বের রাজ্য যেখানে কোনও রেল স্টেশন নেই।

NH10 হল একমাত্র রাস্তা যা দেশের বাকি অংশের সঙ্গে রাজ্যটিকে সংযুক্ত করে।

তবে সম্প্রতি সিকিম সফরে গিয়েছিলেন ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

২০২৪ সালের মধ্যেই সিকিমে রেল পরিষেবা শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি।

More Amazing Contents, Swipe Up ↑