নদীতে পয়সা ফেললে সৌভাগ্য সত্যিই কি আসে?

BENGALBYTE.IN

আমাদের গোটা দেশ সহ বিদেশেও নদীতে কয়েন ফেলার চল প্রচলিত।

মানুষের বিশ্বাস, এতে সৌভাগ্য আসবে।

অনেকের মতে এটা কুসংস্কার।

কিন্তু এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ।

আগেকার সময়ে নদীই পানীয় জলের একমাত্র উত্‍‌স ছিল।

জলের মাধ্যমেই আমাদের দেহ জরুরী খনিজ পদার্থ পেত।

মানবশরীরের জন্য বিশেষত তামা খুব উপকারি ধাতু।

জলের মাধ্যমে আমাদের শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে তামা যায়, তা নিশ্চিত করার জন্যই আমাদের পূর্বপুরুষরা এই প্রথা চালু করেন।

এই বৈজ্ঞানিক কারণ থেকেই যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে।

তবে 'গুড লাক' বা সৌভাগ্য বহন করার কুসংস্কারটি এই প্রথার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছিল।।

More Amazing Contents, Swipe Up ↑