সেলিব্রিটিদের সুপ্ত বাসনা কি ছিল ?

BENGALBYTE.IN

আমির খান

খুব অল্প বয়সে অভিনয় জগতে প্রবেশ করলেও আমির খান   জীবনের শুরুতে কখনোই অভিনেতা হতে চাননি। তিনি টেনিস খেলোয়াড় হতে চেয়েছিলেন। তিনি একসময়ে   রাজ্যস্তরে বিভিন্ন টেনিস প্রতিযোগিতায় অংশও  নিয়েছিলেন। তাঁর প্রিয় টেনিস খেলোয়াড় হলেন রজার ফেডেরার।

সলমন খান

বিখ্যাত চিত্রনাট্যকার বাবা সেলিম খানের  পথেই শুরুতে হাঁটতে চেয়েছিলেন  ‘সাল্লু’ মিয়া ; তিনি এক সময় হতে চেয়েছিলেন লেখক ; লিখেছিলেন সিনেমার চিত্রনাট্যও। ‘বল বীর’ ও ‘চন্দ্রমুখী’  ছবি দুটি  নির্মিত হয়েছিল সালমানের চিত্রনাট্যেই। তা ছাড়াও সাঁতারে ও ছিল  দারুণ দক্ষতা।

শাহরুখ খান

ছোটবেলা থেকেই শাহরুখ খানের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কলকাতার 'আর্মি স্কুল'-এ ভর্তিও হয়েছিলেন শাহরুখ, তবে   ছেলেকে ছাড়তে রাজি হন নি শাহরুখের মা ।

দীপিকা পাড়ুকোন 

বাবা বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের মতন ব্যাডমিন্টন প্লেয়ার হতে চেয়েছিলেন। তিনি এই খেলা উপভোগ করতেন এবং জাতীয় পর্যায়েও অনেক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দীপিকার অধরাই থেকে গেছে।

কারিনা কাপুর

কাপুর পরিবারের সদস্য হয়েও  কারিনা কাপুর আইনজীবী হতে চেয়েছিলেন। যদিও পড়াশোনা  ভালো লাগত না কারিনার; তবে তাঁর মনে হয়েছিল কাপুর খানদানের অন্যরা যা করছে, তিনি তা করবেন না।  তবে শেষমেশ আইন নিয়ে পড়া তাঁর আর হয়নি; বাকিটা ইতিহাস  

ইরফান খান

ক্রিকেটার হতে চেয়েছিলেন ইরফান খান। কিন্তু মা-বাবার ক্রিকেট পছন্দ না হওয়ার কারণে অভিনয়ে জড়িয়ে পড়েন তিনি।

রণবীর কাপুর

রণবীর কাপুর  ছোটবেলায় অমিতাভ বচ্চন হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তাঁর সেই স্বপ্ন বড় হওয়ার সঙ্গে সঙ্গে বদল ঘটে। শাহরুখ খানকে দেখার পর তাঁর মতো স্টার হতে চেয়েছিলেন তিনি। তবে রণবীরের একটাই আক্ষেপ আর তা হল শাহরুখকে দেখে যে করতালি পড়ে তার ছিটেফোঁটা ও নাকি তাঁর ভাগ্যে জোটে না।

More Amazing Contents, Swipe Up ↑