বন্দে ভারত রওনা দিচ্ছে কবে?

BENGALBYTE.IN

বছরের শুরুতেই যাত্রা

২০২২ এ বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করা হলেও এবার জানা যাচ্ছে ২০২৩ এর ১ জানুয়ারি থেকে ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বন্দে ভারতের। ট্রেনের রওনার তারিখ এর সাথে সাথে ট্রেনের ভাড়ার পরিমাণও সামনে এসেছে।

ট্রেনের ভাড়ার পরিমাণ

ট্রেনে দুই ধরনের টিকিট রয়েছে। প্রথমটি হলো এক্সিকিউটিভ ক্লাস আর অন্যটি হলো চেয়ার কার। দুই শ্রেণীর ভাড়া ভিন্ন ভিন্ন

বিলাস বহুল বন্দে ভারত

এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩২৫০ টাকা আর চেয়ার কারের ১৮৬৯ টাকা। ট্রেনের সমস্ত বিলাসবহুল সুবিধা উপলব্ধ রয়েছে এক্সিকিউটিভ ক্লাসের জন্য। ১৮০ ডিগ্রী ঘূর্ণায়মান আসনও রয়েছে সেখানে । মোট ১১২৮ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারেন।

রয়েল রান এও ও সুপারহিট

ট্রায়াল রানেও সকলের নজর কেড়েছে বন্দে ভারত। ৮ ঘণ্টার বহু আগেই সেটি হাওড়া থেকে পৌঁছে গিয়েছে নিউ জলপাইগুড়ি। ট্রেনের খবার মেনুওতেও রয়েছে এলাহি আয়োজন।

মোট তিন জায়গায় দাঁড়াবে ট্রেনটি

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে মোট ৩ জায়গায় দাঁড়াবে ট্রেনটি। প্রথমে জানা যায় যে, ট্রেনটি বোলপুর এবং মালদা টাউনে দাঁড়াবে। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে সেটি নিউ ফরাক্কা জংশনেও দাঁড়াবে।

More Amazing Contents, Swipe Up ↑