ভারতের ৫টি মজাদার নামের রেল স্টেশন

BENGALBYTE.IN

ভারতের রেল ব্যবস্থাকে বলা হয় এদেশের লাইফ লাইন।

আবার ভারতে এমন কিছু রেলস্টেশন রয়েছে যাদের নামগুলো বেশ মজাদার।

সালি:

রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত ‘সালি’ রেলওয়ে স্টেশন।

গুন্ডা, বিহার:

ঝাড়খণ্ডের টাটানগর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ‘গুন্ডা বিহার’ রেলওয়ে স্টেশন রয়েছে।

দিওয়ানা:

ছোট্ট এই রেল স্টেশনটি রয়েছে হরিয়ানার পানিপথ জেলায়।

বিবিনগর:

কাজীপেট-সেকেন্দ্রাবাদ ও গুন্টুর – সেকেন্দ্রাবাদ লাইনের মাঝে বিবিনগর স্টেশনটি অবস্থান করে।

নানা:

উত্তর-পশ্চিম রেলওয়ের যোধপুর বিভাগে অবস্থিত এই স্টেশনটির নাম অনেক কেই অবাক করে দেয়।

More Amazing Contents, Swipe Up ↑