BENGALBYTE.IN
হাতিদের জন্য তৈরি এই রাজসিক স্পা সেন্টারটিদক্ষিণ দক্ষিণ ভারতের কেরালার পুন্যাথুর কোট্টা এলাকায় অবস্থিত। স্থানটি পূর্বে ছিল স্থানীয় এক রাজার রাজমহল ।অনেক দিন পরে এটি 'আন্না কোট্টা' নামে পরিচিত হয় যার মানে হল 'elephant fort'।
১৯৮৫ সালে এই রাজমহল চত্বরে , সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষই হাতিদের পরিচর্যার জন্য খোলেন এই স্পা। সেই রাজ্যে মন্দিরের যাবতীয় সবরকম নিয়ম-আচারও পালন করা হয় হাতিদের দ্বারাই।
এই স্পা'তে প্রতিনিয়ত চলে হাতিদের স্নান ,মর্দন ও বিভিন্ন ধরনের পরিশোধ হচ্ছে । হাতিদের জন্য খাবারের ও বিশেষ খেয়াল রাখা হয় এবং এই বন্য প্রশুটির মেজাজ ঠিক রাখার জন্য বহু লোক নিয়োজিত আছেন এই সেন্টারে যারা প্রতিনিয়ত হাতিদের দেখভাল করতে ব্যস্ত ।
এখানে প্রায় ৮৬টি হাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দেখভাল করা হয়ে থাকে।
আসলে কেরালা রাজ্যে হাতিকে পবিত্র হিসেবে গণ্য করা হয় এবং সেই রাজ্যের গর্ব হিসেবে হাতিকেই চিহ্নিত করা হয়ে থাকে। এই রাজ্যে বর্ষাকালে, অর্থাৎ জুলাই মাসে প্রতি বছর চলে হাতিদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা। তাদের প্রদান করা হয় আয়ুর্বেদিক ওষুধ।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্থানটি খোলা থাকে সকল দর্শনার্থীদের জন্য। মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে খুব সহজেই দেখে আসা যায় অবলা প্রাণীদের প্রতি প্রদান করায় পুণ্য সেবা। সেই স্থানটি দর্শন করলে প্রত্যেক পর্যটক ই যে পেয়ে যাবেন ভালোলাগার এক অলিখিত প্রতিশ্রুতি ; সে ব্যাপারে নিশ্চিত ।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑