অভিনয় ছেড়ে মাঠে চাষবাস করছেন এই জনপ্রিয় অভিনেত্রী

BENGALBYTE.IN

একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী

হিন্দি টেলিভিশন ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় মুখ রতন রাজপুত।

সিরিয়ালে লিড হিসেবে কাজ

বিগত এক দশকেরও করে বেশি সময় ধরে তিনি বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে লিড হিসেবে কাজ করেছেন।

‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজো’

এই সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা।

বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে কাজ

‘স্বয়ম্বর’, ‘রিস্তো কা মেলা’, ‘মহাভারত’, ‘সন্তোষী মা’য়ের মত একাধিক সিরিয়ালে তিনি কাজ করেছেন।

অভিনেত্রী এখন অভিনয় ছেড়ে কী করছেন জানেন?

তিনি এখন অভিনয় ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে মাঠে চাষাবাদ করেন।

অভিনেত্রী নিজের জীবনে এই পরিবর্তন নিয়ে বলেছেন:

“মুম্বই ছাড়ার পর তিন মাস এক গ্রামে গিয়ে ছিলেন তিনি। সেই গ্রামে ৩ মাস চাষ করা সেখানকার বাসিন্দাদের মতো জীবনযাপন করা আমাকে সেরে উঠতে সাহায্য করেছে। নিজেকে আরও ভাল করে চিনতে পেরেছি। প্রত্যন্ত অঞ্চলে থেকে জীবনকে আরও নতুন করে চিনতে শিখেছি।”

More Amazing Contents, Swipe Up ↑