তুলসি'র তুলনা নেই

BENGALBYTE.IN

সর্দি , কাশি

কেবলমাত্র  সর্দি,  ঠাণ্ডা লেগে যাওয়া বা কাশিই নয় তুলসি পাতা অনেক রোগেরই প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে ও এই পাতার রস দিয়েই তৈরি হয় হাজার রকমের ওষধি।

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে  প্রকৃতপক্ষে  তুলসির কোনও বিকল্প নেই বললেই চলে। তুলসি পাতা খাওয়ার সাথে সাথেই  মস্তিষ্কের ভেতরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে যায় যা উন্নতি ঘটায়  কগনিটিভ ফাংশনের।

ব্রেন ডিজিজ থেকে নিষ্কৃতি 

অ্যালজাইমার্সের মতো ব্রেন ডিজিজের ইতিহাস রয়েছে যে পরিবারে তারা  নিয়মিত তুলসি পাতার রস খেলে প্রভূত উপকার পাবেন ।

জ্বর নিরাময়ে

তুলসি পাতা জ্বর নিরাময়ে সহায়তা করে কারণ এর মধ্যে রয়েছে   জীবাণু নাশক, ছত্রাক নাশক ও ব্যাক্টেরিয়া নাশক ক্ষমতা ;  ম্যালেরিয়ার জ্বর পর্যন্ত সারিয়ে তুলতে পারে এটি

মুখের ঘা দূরীভূত করতে

তুলসি পাতা মুখের আলসার সারাতে, মুখের ঘা শুকাতেও কার্যকরী। দিনে দুবার এই পাতা চিবালে মুখের ইনফেকশন ও দূর হয়ে যায়।

চর্মরোগ

চর্মরোগের ক্ষেত্রে বিশেষ করে দাদ এবং অন্যান্য চুলকানিতে তুলসিপাতার রস মালিশ করলে সুফল মেলে। প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে শ্বেতীরোগের নিরাময়ে তুলসিপাতার ব্যাপক ব্যবহার লক্ষণীয় ।

More Amazing Contents, Swipe Up ↑