ঠান্ডার খোঁজে কাছেপিঠে

BENGALBYTE.IN

ঘুরে আসুন  অযোধ্যা পাহাড়

অযোধ্যা পাহাড় কলকাতা থেকে ২৮৬ কিলোমিটার দূরে অবস্থিত।

মনোরম পরিবেশ

অযোধ্যা পাহাড়ের চারিপাশে রয়েছে সবুজের সমারোহ আর তার সাথে রয়েছে শান্ত, নিরিবিলি পাহাড়ি পরিবেশ

প্রকৃতির অপরূপ শোভা 

পাহাড়ের বুকে  দেখতে পাবেন  শীতল, স্বচ্ছ জলের ঝিল,  মাটির সোঁদা গন্ধ মনকে করে তুলবে মাতাল , ঘাসের গালিচা মোড়া শাল-সেগুনের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। 

কীভাবে পৌঁছাবেন

হাওড়া থেকে হাওড়া-রাঁচি ইন্টারসিটি, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস কিংবা হাওড়া লালমাটি এক্সপ্রেসে চেপে পৌঁছে যান পুরুলিয়া।

গাড়ি নিয়ে যাবে পাহাড়ে 

স্টেশনের বাইরে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য  বাস, গাড়ি দাঁড়িয়ে থাকে  যা আপনাকে অযোধ্যা পর্যন্ত পৌঁছে দেবে।

থাকবেন কোথায় 

অযোধ্যা পাহাড়ের যুব আবাস আছে।  এ ছাড়াও পুরুলিয়া শহরেও কিছু ভাল হোটেল আছে যেগুলির কোনও একটিতে রাত্রিবাস করে নিতে পারেন। 

More Amazing Contents, Swipe Up ↑