আলুর রসে রূপচর্চা

BENGALBYTE.IN

ব্রণ নিরাময়ে 

লেবু রস এবং  আলু ছেঁচে যদি তার রস  মুখ লাগানো যায় তাহলে কালো দাগ দূর হয়ে যায় ব্রণ নিরাময়ে ও   তা বেশ কার্যকরী।    

তেলতেলে ভাব দূর করতে 

আলু ছেঁচে তার সঙ্গে গোলাপজল মেশান ও তার সাথে মেশান এক টেবিল চামচ লেবুর রস। এটি ১৫ মিনিট মেখে রাখলে তৈলাক্ত ত্বকে  তেলতেলে ভাব দূর করবে।

বলিরেখা দূরীভূত করতে 

আলু ছেঁচে তার সাথে এক টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে মাখলে তা ত্বকের বলিরেখা দূর করবে।

ডার্ক   সার্কেল  থেকে রেহাই পান 

চোখের নিচের ডার্ক সার্কেল থাকলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন। সুফল পাবেন।

ফেস মাস্কেও অদ্বিতীয় 

একটি ডিমের সাদা অংশ ও আলু ছেঁচে  নিয়ে তার রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা ব্রাশ দিয়ে ত্বকে লাগান ও ২০ মিনিট পর  জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি  ফেস মাস্কের কাজ করবে।

ক্লিনজারে ও করবে কামাল 

একটি আলু ও একটি শসা একসঙ্গে মিশিয়ে নিন ও তাতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ জল মেশান।  ক্লিনজার হিসেবে  তা দারুণ কাজ করবে।

ত্বকের পোড়া ভাব থেকে দূর করতে 

সূর্যের অতিবেগুনী রশ্মিতে ত্বক  যদি পুড়ে যায় তবে আলুর টুকরো দারুণ কাজে দেয়।

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য 

যাদের রুক্ষ ও শুষ্ক চুল তারা আলু ছেঁচে তার রস লাগাতে পারেন; এটি চুলের ময়েশ্চার ফিরিয়ে আনে।

More Amazing Contents, Swipe Up ↑