BENGALBYTE.IN
রোদের উত্তাপ এড়িয়ে ফ্যাশনেবল থাকতে হলে যেকোনো হালকা রঙের ঢিলেঢালা পোশাকের সত্যি ই কোন জুড়ি নেই।
পোশাকের সাথে সামঞ্জস্য রেখে নিজের ব্যাগে স্কার্ফ রাখতে পারেন যা রোদের হাত থেকে আপনার কাঁধ ও মাথাকে সহজেই রক্ষা করবে তার সাথে আপনাকে দেবে একটি ট্রেন্ডি লুক
গ্রীষ্মে সুতির পোশাক পলিয়েস্টার বা রেয়নের তুলনায় অপেক্ষাকৃত অনেক বেশি স্বস্তিদায়ক।
ন্যাচারাল ফেব্রিক যেমন অর্গানিক কটন, খাদি, পিওর কটন ইত্যাদি থেকে তৈরি পোশাক নির্বাচন করা যেতে পারে যা ফ্যাশনেবল ও বটে।
অলংকার -প্রিয় মানুষদের বলব -এই সময়ে লাইটওয়েট অর্নামেন্টস পরাই বাঞ্ছনীয় যেমন হালকা ধরনের চেইন বা কানের দুল।
সকালে রোদের মধ্যে বেরোতে হলে রোদ চশমা বা সানগ্লাস পরতে ভুলবেন না যেন !!
গরমকালে মেকআপ হবে হালকা আর ছিমছাম আর তা পার্টি লুক হোক বা অন্যান্য সাধারণ আর পাঁচটা দিন
গরমে খোলা চুলের স্টাইল ভুলে গিয়ে বেছে নিন আপনার পছন্দের কোন খোঁপা বা বেণী অথবা হালকা টপ নট।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑