BENGALBYTE.IN
লুজ ফিটিং পোশাক একাধারে আপনাকে যেমন আরাম দেবে তেমনি আপনার এয়ারপোর্টের লুকটিকেও ট্রেন্ডি করে তুলবে । চাইলে একটি ব্লেজার ও ক্যারি করতে পারেন যদি অফিসিয়াল লুক চান।
ফ্লাইটে উড়ন্ত অবস্থায় থাকাকালীন বিভিন্ন সময়ে আবহাওয়ার বদল ঘটতে পারে তাই হালকা বুননের সোয়েটার আপনাকে গরম তো রাখবেই , তার সাথে মানানসই লেগিংস বা জিনস আপনাকে করে তুলবে আরও ট্রেন্ডি।
যারা ফ্যাশনকে অধিক গুরুত্ব দেন তাঁরা ক্রপ টপ এর সাথে মানানসই লেগিংস পরতে পারেন; তার সাথে একটি ডেনিম জ্যাকেট আর স্টাইলিশ স্নিকারস আপনার এয়ারপোর্ট লুকটিকে একটি আলাদা মাত্রা এনে দেবে ।
আপনার এয়ারপোর্ট লুকটিকে আরও যথার্থ করার জন্য একটি ট্যাঙ্ক টপ এবং কার্গো প্যান্টস পরে নিজেকে ক্যারি করতেই পারেন আর তার সাথে মানানসই কালো বেসবল হ্যাট হবে আপনার আইডিয়াল ফিনিশিং টাচ।
ফ্যাশনদুরস্ত অথচ ছিমছাম লুক যারা পছন্দ করেন তাঁরা এয়ারপোর্টে ট্র্যাকসুট এবং একজোড়া টি স্ট্র্যাপ ফ্ল্যাটস পরে দেখতে পারেন আর তার সাথে মানানসই ওভারসাইজ্ সানগ্লাস!! আর কি চাই??
সাদা টি শার্টের সঙ্গে একটি জিপ আপ হুডি এবং এক জোড়া কালো জিনস আপনার এয়ারপোর্টের লুকটিকে আরো ফ্যাশনেবল করে তুলবে ; সাথে স্পোর্টস সু এবং মানাসই কালো সানগ্লাসে আপনি হয়ে উঠবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু ।
হঠাৎ করে এয়ারপোর্টে যেতে হলে তাড়াহুড়োতে কিছু খুঁজে না পেলে আপনি অনায়াসেই একটি সাদা শার্টের সাথে ব্লু ডেনিম ও সাদা স্নিকার পরে এয়ারপোর্টে চলে আসতে পারেন এবং নিজের লুকটিকে একটি পারফেক্ট ফিনিস দিতে পারেন।
কালোর সমাদর সর্বত্র তাই একটি ব্ল্যাক টি শার্ট এর সাথে মানানসই কার্গো প্যান্ট, এক জোড়া হলুদ স্নিকার্স আর চোখে কালো সানগ্লাস আপনার লুকটিকে করে তুলবে মোস্ট ট্রেন্ডিং !
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑