প্রেমে পড়া বারণ নয়

BENGALBYTE.IN

কোদাইকানালের  পাহাড়:

তামিলনাড়ুর দিণ্ডিগুল জেলার পালানি পাহাড়ের পাদদেশে অবস্থিত কোদাইকানাল অঞ্চলটি অত্যন্ত নয়নাভিরাম।  এখানকার   শান্ত খাড়াই পাহাড়কে ঘিরে ঘন জঙ্গল এবং বাগানের সমাহার সত্যিই আকর্ষণীয়। 

পূর্বঘাট পর্বতমালার আরাকু ভ্যালি:

বিশাখাপত্তনম শহর থেকে ১২০ কিমি দূরে অবস্থান করছে  অন্ধ্রপ্রদেশের মনোমুগ্ধকর   শৈল শহর আরাকু। পাহাড়বেষ্টিত এই স্থানটি কফি চাষের জন্য প্রসিদ্ধ এবং ভ্রমণপ্রেমী মানুষদের কাছে অতীব রোমাঞ্চকর একটি ডেস্টিনেশন 

শিলং-এর জলপ্রপাত

মেঘালয়ের রাজধানী শিলং হল ভারতের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল  যেখানে রয়েছে জঙ্গলে ঘেরা পাহাড় এবং  নয়নাভিরামজলপ্রপাত।  খাসি পাহাড়ের পাদদেশে অবস্থিত মওসিনরাম গ্রাম এই অঞ্চলের    সবচেয়ে সুন্দর স্থান হিসেবে মানা হয়।

আসামের মাজুলি দ্বীপ:

ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা দ্বীপ হল মাজুলি।এই দ্বীপের সৌন্দর্য এক বাক্যে বর্ণনা করা অসম্ভব

কেরালার  মুন্নার চা বাগান:

God's own country,  কেরালার অপর একটি সুন্দর পর্যটন স্থান হলো মুন্নার। কেরালার এই অঞ্চলটি চা উৎপাদন কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ । মুন্নারের মনোরম পরিবেশ ও শীতল   আবহাওয়ার নিজেকে  হারিয়ে ফেলবেন।    

More Amazing Contents, Swipe Up ↑