বাংলাদেশে সর্বোচ্চ আয় করা সেরা ৫ সিনেমা

BENGALBYTE.IN

বেদের মেয়ে জোসস্না

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসায়িক সাফল্য লাভ করেছে যে ছবিটি সেটি হল  ‘বেদের মেয়ে জোসনা’। তোজাম্মেল হক বাবুল পরিচালিত এই অতি জনপ্রিয়   ছবিটি মোট ১,২০০টি হলে মুক্তি পায় এবং তা সর্বমোট আয় করেছিলো  ২০ কোটি টাকা

স্বপ্নের ঠিকানা

এম এ খালেক পরিচালিত এবং সালমান শাহ-শাবনূর অভিনীত বাংলা ছবি   ‘স্বপ্নের ঠিকানা’ মোট আয় করে ১৯ কোটি টাকা, যা কিনা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ২য় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।

সত্যের মৃত্যু নেই

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এবং   ছটকু আহমেদ পরিচালিত ছবি ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি আয় করেছিল ১১ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশের চলচ্চিত্রে   ইতিহাসে দশ কোটি টাকার অধিক আয় করা যে তিনটি ছবি আছে তার মধ্যে এটি অন্যতম। 

কেয়ামত থেকে কেয়ামত

ছবিটির নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই চলচ্চিত্রটি   বলিউডের সুপারহিট  আমির খান-জুহি চাওলা জুটির  হিন্দি ছবি ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’ এর অফিশিয়াল রিমেক। সোহানুর রহমান সোহান পরিচালিত  এই সিনেমাটি মোট আয় করেছিলো ৮ কোটি ২০ লক্ষ টাকা।

মনপুরা

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত আলোর দিশারি হয়ে এসেছিল   ‘মনপুরা’ সিনেমাটি যা ২০০৯ সালে শ্রেষ্ট চলচ্চিত্রসহ মোট ৫টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। চূড়ান্তভাবে বাণিজ্যিক সফল এই চলচ্চিত্রটির মোট আয় ছিলো ৮ কোটি টাকা।

More Amazing Contents, Swipe Up ↑