BENGALBYTE.IN
শাড়ি পরতে ভালোবাসলে চোখ বন্ধ করে এই সুন্দর খোঁপাটি কারো সাহায্য ছাড়া নিজেই বানিয়ে নিতে পারেন।
গাউন বা লেহেঙ্গা যদি পরেন তাহলে এই স্টাইলটি বেশ মানানসই। এর সাথে অফ হোয়াইট বা হালকা রঙের শাড়ি পরলে আরো ভালো মানাবে।
ঘরেই বানানো যাবে এই খোপাটি। এক ধার থেকে একটা বিনুনি বানিয়ে সেটিকে খোপার সাথে জুড়ে দেওয়া হয়েছে।
যাদের মাথায় চুলের গোছ বেশ ভাল আর চুল লম্বা তাঁরা ডবল খোপা করতে পারেন। প্রথমেই চুল আঁচড়ে তাকে দুভাবে ভাগ করে নিয়ে সামনের দিকের চুল একসঙ্গে করে নিয়ে খোপা করে নিতে হবে এবং ববি পিন দিয়ে আটকে নিলেই খোপা তৈরী।
পশ্চিমি পোশাক পরতে যারা পছন্দ করে এবং সাথে হেয়ারস্টাইল হিসেবে খোপা বাঁধতে বেশি পছন্দ করে (Bengali Bun Hairstyle) সেক্ষেত্রে টুইস্টেড খোপা দারুণ চয়েস । এরকম খোপা বাঁধতে ধৈর্য ও দক্ষতা উভযেরই প্রয়োজন।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑