অপারেশনের পর ভালই আছেন রুক্মিণী

BENGALBYTE.IN

রিহার্সাল করতে গিয়ে বিপত্তি

হাঁটুতে চোট লাগিয়ে হাসপাতালে ভর্তি হতে হল রুক্মিণীকে।

নায়িকার পোস্ট

হুইল চেয়ারে বসে অভিনেত্রী। মুখে হাসি কিন্তু হাঁটুতে লাগানো ‘নি-ক্যাপ’। ক্যাপশনে লেখা “ওটি-তে যাওয়ার পথে। রুক্মিণী হাঁটুতে বেজায় চোট পেয়েছে।”

কিছু দিন পরেই ‘ডান্স ডান্স জুনিয়র’-এর ফিনালে

এই শো তে নাচের রিহার্সাল করতে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা।

‘বিনোদিনী’র শুটিং শুরু হবে এই ডিসেম্বরেই

তাই নায়িকা বেশিদিন বিশ্রামের সুযোগ পাবেন না।

স্টুডিয়োপাড়ায় খবর

এ বার নাকি ‘কলকাতা চলচ্চিত্র’ উৎসবে থালি গার্ল হিসাবেও দেখা যাবে অভিনেত্রীকে। বলতে গেলে, ২০২২ সালের শেষের দিকে নিশ্বাস ফেলার সময় নেই রুক্মিণীর।

More Amazing Contents, Swipe Up ↑