আজ বিশ্ব এইডস দিবস

BENGALBYTE.IN

বিশ্ব এইডস দিবস

১৯৮৮ সালের ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসটি প্রথম পালন করা হয়

এইডস দিবসের পরিকল্পনা

সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এইডস সম্পর্কিত বিশ্ব কর্মসূচির দুজন জনতথ্য কর্মকর্তা জেমস ডব্লু বুন এবং টমাস নেটটার দ্বারা ১৯৮৭ সালের আগস্টে প্রথম বিশ্ব এইডস দিবসের পরিকল্পনা করা হয়েছিল।

দিন টি পালনের উদ্দেশ্য

এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

বিশ্বে সর্বপ্রথম রোগটি শনাক্তকরণ

১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি সর্বপ্রথম রোগটি শনাক্ত করে এবং তার পরে ১৯৮০-র দশকের শুরুর দিকে এই রোগের কারণ হিসেবে এইচআইভি ভাইরাসকে শনাক্ত করা হয়।

২০২০ সালের পরিসংখ্যান

২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে এইচআইভি আক্রান্ত লোকের সংখ্যা ছিল তিন কোটি ৭০ লাখ সাত হাজার।

More Amazing Contents, Swipe Up ↑