পাহাড়ে যাওয়ার আগে 

BENGALBYTE.IN

মানসিক প্রস্তুতি নিন

প্রথমেই নিজেকে মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত করতে হবে  এবং নিজেকে তৈরি করতে হবে এই ভেবে যে  প্রয়োজনে আপনাকে কিছুটা চড়াইতে উঠতে  হতে পারে।

হাঁটার অভ্যাস করুন

হিল স্টেশনে ভ্রমণ করতে যাওয়ার আগে নিজে কয়েক দিন  হাঁটার অভ্যাস তৈরি করুন যাতে আপনার বিভিন্ন স্থানে গিয়ে  কোনো সমস্যা না হয়।

ছোট হ্যান্ডব্যাগ রাখুন

• পাহাড়ে বেড়াতে যাওয়ার সময় বড় লাগেজ এর পরিবর্তে সবসময় একটি ছোট হ্যান্ডব্যাগ রাখুন এবং তাতে অতি  প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন যাতে হঠাৎ কোন দরকারে অ্যাপনি তা ব্যবহার করতে পারেন।      

প্রয়োজনীয় টুকিটাকি

আপনি যদি হিল স্টেশনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে অবশ্যই আপনার সঙ্গে  মোজা, সোয়েটার বা খাওয়া-দাওয়ার কিছু জিনিস রাখবেন বিশেষ করে ওআরএস

স্পোর্টস শু

ভালো মানের স্পোর্টস জুতো অতি অবশ্যই কিনতে হবে

ওষুধ ও পথ্য অপরিহার্য

পাহাড়ের  আঁকাবাঁকা পথে  ঘোরাঘুরির সময় রাস্তায় বমির সমস্যায়  যাতে ভুগতে না হয় তাই আপনার হ্যান্ডব্যাগটিযে বমির ওষুধ সঙ্গে রাখুন।  

ট্রেকিং ব্যাগ

পাহাড়ে ট্রেকিং করতে গেলে  ভালো কোম্পানির ট্রেকিং ব্যাগ সঙ্গে ক্যারি করুন যাতে  লাগেজ নিয়ে হাঁটবার সময় পিঠে ব্যথা না হয়। 

অতিরিক্ত একটি দিন হাতে রাখুন

হিল স্টেশনে বেড়াতে যাবার সময় একটি অতিরিক্ত দিন হাতে রাখুন যাতে  ভ্রমণের সময় যদি কোনও জায়গা মিস ও করে থাকেন তবে আপনি সেদিন সেখানে ঘোরাঘুরি করতে পারেন।  

More Amazing Contents, Swipe Up ↑