BENGALBYTE.IN
মানুষের মস্তিষ্কের ৬০ শতাংশ ফ্যাট দিয়ে তৈরি যা আপনার মস্তিষ্কের কার্য সম্পাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানুষের মস্তিষ্কের ওজন 3 পাউন্ড বা 1.36 kg যা প্রায় দেড় গ্যালন দুধের মতো।
একটি মানুষের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া ঘটে আর মস্তিষ্কের স্পন্দনের গতি প্রতি ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার
আপনার মস্তিষ্কে যে তথ্যের আদান প্রদান ঘটে তা প্রতি ঘন্টায় 268 মাইল অবধি ভ্রমণ করে।
মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার মস্তিষ্ক ক্রমশ ছোট হতে থাকে। তবে চিন্তার কিছু নেই কারণ এই প্রক্রিয়াটি সাধারণত একটি মানুষের মধ্যবয়স অতিক্রান্ত হবার পরই ঘটে থাকে।
মানুষের জীবনে প্রথম বছরগুলোতে তার মস্তিষ্ক আকারে তিনগুণ বৃদ্ধি পায়। মস্তিষ্কের এই বৃদ্ধি চলতে থাকে যতক্ষণ না আপনার বয়স ১৮ বছর হচ্ছে ।
Thanks For Reading!
More Amazing Contents, Swipe Up ↑