এবার শ্রীলেখার নিশানায় রুক্মিণী!

BENGALBYTE.IN

নটী বিনোদিনীর বায়োপিক

১৩ ই ফেব্রুয়ারি, রুক্মিণী মৈত্র শেয়ার করেছেন ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর পোস্টার।

নটী বিনোদিনী :

দেব ও প্রতীক চক্রবর্তীর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘নটী বিনোদিনী’। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিৎ সৌরেন্দ্র।

নটী বিনোদিনীর লুকে রুক্মিণীর পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই যথেষ্ট ট্রোল শুরু হয়েছে।

নেটিজেনদের অধিকাংশ লিখেছেন, তাঁর লুকে পাশ্চাত্য প্রভাব বেশি।

এই প্রসঙ্গে পোস্ট করলেন শ্রীলেখা মিত্র।

ফেসবুকে তিনি প্রশ্ন করেছেন, বিনোদিনী কি রোগা ছিলেন!

স্পষ্টকথনের জন্য বিখ্যাত শ্রীলেখা।

শ্রীলেখাকে সমর্থন করে নেটিজেনদের একাংশ বিনোদিনীর কয়েকটি ছবি পোস্ট করেছেন কমেন্ট বক্সে। অনেকের মতে, দেব এর প্রেমিকা বলেই রুক্মিণী বিনোদিনী হতে পেরেছেন।

More Amazing Contents, Swipe Up ↑